দুর্জয় দাশ গুপ্ত »
আর কিছুদিন পরেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। সব দলগুলোই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি সাড়ছে। তবে বিশ্বকাপ যত এগিয়ে আসছে বাংলার ক্রিকেটে টালমাটাল অবস্থা যেন ততোই বাড়ছে।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসর ইস্যু থেকে শুরু করে তাঁর পিঠের চোট সহ নানা খবরে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে সেটা নিয়েও আছে প্রশ্ন।
আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপে তামিম ইকবালকে ঠিক কোন ভূমিকায় পাওয়া যাবে সেটা জানা যাবে বিসিবির সাথে তামিমের বৈঠকের পরে। তবে তামিম যদি নেতৃত্ব দিতে না চান তবে সেক্ষেত্রে কে হবেন বাংলার ক্রিকেটের কাপ্তান সে প্রশ্নটাই ঘুরছে ক্রিকেট প্রেমীদের মাথায়।
তামিম অধিনায়কত্ব না করলে অনেকেই সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে চাইবেন। সাকিবের বর্তমান ফর্ম এবং নেতৃত্ব তাঁর পক্ষেই কথা বলছে। কিন্তু সাকিব কি ভাবছেন? তিনি কি নেতৃত্বে আসবেন?
লন্ডন থেকে ফেরা তামিমের পিঠের ব্যথা যদি পুরোপুরি সেরে না ওঠে তবে সেক্ষেত্রে এশিয়া কাপে হয়তো থাকে পাওয়া যাবে না। নিয়মানুসারে তামিমের সহ অধিনায়ক হিসেবে থাকা লিটন কুমার দাসের কাঁধেই যাওয়ার কথা নেতৃত্বের ভার। কিন্তু প্রশ্ন হলো লিটন কি পরিপূর্ণ একজন নেতা হতে পেরেছেন যিনি বড় মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন? গেল কয়েকদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এই বিষয়গুলো।
আজকের তাজা খবর হলো বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে রাজি নন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের এমন বাস্তবতায় সাকিব আল হাসানের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি সোজাসুজি না করে দিয়েছেন। অর্থাৎ, তিনি বিশ্বকাপের জন্য অধিনায়ক হতে চান না। বর্তমান অধিনায়ক তামিম ইকবাল যদি অধিনায়কত্ব ছেড়ে কেবল একজন ওপেনার হিসেবে খেলতে চান তাহলে লিটনই হবেন বাংলার কাপ্তান। বিসিবি বস নাজমুল হাসান পাপন সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তামিম খেলতে না পারলে আগে যে করেছে লিটন, সে-ই করবে।’