বিশ্বকাপ- ২০১৯ খুঁটিনাটি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শেষ হয়েও হয়না শেষ, বিশ্বকাপের কাটেনা যে রেশ। ৩০শে মে থেকে ১৪ই জুলাই পর্যন্ত ৪৬ দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। ২০ বছর বিভিন্ন জায়গায় ঘুরে বিশ্বকাপ ফিরে আসে ইংল্যান্ডে। এই ২০ বছরে অনেক পরিবর্তন হয়েছে। ইংল্যান্ডে বিশ্বকাপ এসেছে এবং ইংল্যান্ডরা এই ট্রফি নিজেদের ঘরে রেখে দিয়েছে। বিশ্বকাপ এবার শুরু বাকিংহাম প্যালেস থেকে। যেখানে রাণীর সাথে সকল অধিনায়করা দেখা করে। আর বিশ্বকাপ উদ্বোধন এবার প্রথা ভেঙ্গে শুরু হয়। সবসময় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয় কোনো স্টেডিয়ামে ‌কিন্তু এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেনের রাজবাড়ীর সামনে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ হয়।‌ আর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অনেক ভালো দল নিয়ে এসেছিলো তাই প্রত্যাশা ছিলো এই দলকে নিয়ে কিন্তু প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এই বিশ্বকাপ দিয়ে আবারো জাতীয় দলে ফিরে আসেন অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এই বিশ্বকাপে অনেকটা মাঝারি মানের দল নিয়ে ফাইনালে চলে যায় নিউজিল্যান্ড। এই বিশ্বকাপে রোহিত শর্মা রেকর্ড গড়েছেন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড- ৫টি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ড ৭টি করে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০ উইকেট নেবার কৃতিত্ব অর্জন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ ইনিংস ৫টি খেলে স্টিভ স্মিথের পাশে বসেছেন ভারতের বিরাট কোহলি। এই বিশ্বকাপে অন্যতম চমক ছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান তিনিও রেকর্ড থেকে বঞ্চিত হননি। বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে বোলিংয়ে সবচেয়ে বেশি রান দেবার রেকর্ডটা রশিদ খানের। এই বিশ্বকাপে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন অষ্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ ছিলো। তারা হলেন: মাশরাফি বিন মর্তুজা, মহেন্দ্র সিং ধোনি, শোয়েব মালিক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির, হাশিম আমলা, ডেল স্টেইন, ক্রিস গেইল। এই বিশ্বকাপ এনে দিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। অনেক কিছু হয়েছে এবারের বিশ্বকাপে যার মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকাপের দুর্দান্ত ফাইনাল। ৫০ ওভারের ম্যাচ ড্র হয় এরপর তার সুপার ওভারে গড়ালে সেটিও‌ টাই হয়। এরপর বাউন্ডারি মারাতে এগিয়ে থেকে শেষ অবধি চ্যাম্পিয়ন হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।

চলুন ২০১৯ বিশ্বকাপের সকল‌ তথ্যগুলো এক নজরে দেখে নেই:

সবচেয়ে বেশি জয়: ইংল্যান্ড- ৮টি

সবচেয়ে বেশি হার: আফগানিস্তান- ৯টি ( উল্লেখ্য আফগানিস্তান এবারের বিশ্বকাপে কোনো ম্যাচই জিততে পারেনি)

দলীয় সর্বোচ্চ: ইংল্যান্ড: ৩৯৭/৬, আফগানিস্তানের বিপক্ষে

দলীয় সর্বনিম্ন: পাকিস্তান: ১০৫/১০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

বিশ্বকাপে মোট রান: ২২৪১২ রান

বিশ্বকাপে মোট উইকেট: ৬৭৩ উইকেট

বিশ্বকাপে মোট ছক্কা: ৩৫৭টি

সবচেয়ে বেশি রান: ৭১৪- বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে

বড় জয়:রানে: ইংল্যান্ডের ১৫০ রানে জয় আফগানিস্তানের বিপক্ষে
উইকেটে: নিউজিল্যান্ডের ১০ উইকেটে জয় শ্রীলঙ্কার বিপক্ষে

এক ইনিংসে সর্বোচ্চ অতিরিক্ত রান: শ্রীলঙ্কার ৩৫ রান ( ২২টি ওয়াইড, ৩টি নো বল ও ১০টি লেগ বাই )

সবচেয়ে বেশি রান: রোহিত শর্মা- ৬৪৮ রান

ব্যক্তিগত সর্বোচ্চ রান: ডেভিড ওয়ার্নার- ১৬৬ রান বাংলাদেশের বিপক্ষে

সর্বোচ্চ স্ট্রাইক রেট ( কমপক্ষে ১০০ রান ) গ্লেন ম্যাক্সওয়েল- ১৫০.০০

সর্বোচ্চ গড়: সাকিব আল হাসান- ৮৬.৫৭

সর্বোচ্চ হাফ সেঞ্চুরি: সাকিব আল হাসান- ৫টি

দ্রুততম হাফ সেঞ্চুরি: অ্যালেক্স ক্যারি( অষ্ট্রেলিয়া )- ২৫ বল

সর্বোচ্চ সেঞ্চুরি: রোহিত শর্মা- ৫টি

দ্রুততম সেঞ্চুরি: ইয়ন মরগান( ইংল্যান্ড )- ৫৭ বল

সর্বোচ্চ ছক্কা: ইয়ন‌ মরগান- ২২টি

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: ইংল্যান্ড: ২৫টি ছক্কা, আফগানিস্তানের বিপক্ষে

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা: ইয়ন মর্গান- ১৭টি

বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান: ইয়ন মর্গান-১১৮ আফগানিস্তানের বিপক্ষে

এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট: মইন আলী- ৩১ (৯), স্ট্রাইক রেট: ৩৪৪.৪৪

সর্বোচ্চ উইকেট: মিচেল স্টার্ক – ২৭টি

সেরা বোলিং ফিগার: শাহীন শাহ আফ্রিদি- ৬/৩৫, বাংলাদেশের বিপক্ষে

সেরা বোলিং গড় ( কমপক্ষে ১০ উইকেট ) মোহাম্মদ শামি- ১৩.৭৮

সেরা ইকোনমি বোলিং ( কমপক্ষে ৫০ ওভার ) কলিন ডিসেম্বর গ্র্যান্ডহোম- ৪.১৫

সর্বোচ্চ ৫ উইকেট: মোস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্ক- ২ বার

এক ইনিংসে সর্বোচ্চ ইকোনমিকাল বোলার: মোহাম্মদ শামি: ১.৫০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

সবচেয়ে বেশি রান দেয়া বোলার: রশিদ খান: ৯ ওভারে ১১০ রান, ইংল্যান্ডের বিপক্ষে

সর্বোচ্চ ডিসমিসাল: টম লাথাম: ২১টি

এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল: অ্যালেক্স ক্যারি ও টম লাথাম- ৫টি

বেশি ক্যাচ: জো রুট- ১৩টি

এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: ক্রিস ওকস ও জনি বেরিস্টো- ৪টি

সর্বোচ্চ জুটি: ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা- ১৯২ রানের জুটি, বাংলাদেশের বিপক্ষে

এই বিশ্বকাপটা অনেক উত্তেজনা ও অনেক রোমাঞ্চের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিশ্ব পেয়েছে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব দেখেছে ক্রিকেট বিশ্বের দুর্দান্ত এক ফাইনাল। ভালো মন্দ মিলিয়ে এ বিশ্বকাপ শেষ হয়ে গেলো। ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। যদিও চেষ্টা চালানো হচ্ছে যে, বাংলাদেশে কিছু ম্যাচ আয়োজন করার। তবে বিশ্বকাপ ভারতে হলেও এশিয়ার মাটিতে হবে। আর বাংলাদেশ এই বিশ্বকাপে যে ভুলগুলো করেছে তারা শুধরে নতুন করে শুরু করতে হবে।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »