নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শুক্রবার নিশ্চিত হয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপের চার সেমিফাইনিলষ্ট। শনিবার লিগ পর্বের খেলা শেষে ঠিক হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপও।
শনিবার দিনের প্রথম ও নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত। ফলে বিরাট কোহলির দল শীর্ষে থেকে সেমিফাইনালে খেলবে। অন্যদিকে দিনের দ্বিতীয় ও নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে দুই নম্বরে থেকে সেমিফাইনালে খেলতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
আগামী মঙ্গলবার (০৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। আর বৃহস্পতিবার (১১ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও তিনে থাকা স্বাগতিক ইংল্যান্ড।
আগামী ১৪ জুলাই (রবিবার) দ্য লর্ডসে হবে দ্বাদশ বিশ্বকাপের ফাইনাল। কোন দুই দল সেই ফাইনালের টিকিট পায়, সেটাই এখন দেখার। দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।