https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের উপর সন্ত্রাসি হামলার পর থেকেই মূলত নিরাপত্তা ইস্যুতে নরেচড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইইসিসি। এরই মধ্যে কিছুদিন পর শ্রীলঙ্কায় ইস্টার সানদেতে ঘটে নারকীয় হামলার ঘটনা।
ফলে দেশটিতে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সিরিজ নিয়ে দেখা দেয় শঙ্কা। বাংলাদেশ দলের লঙ্কা সফর করার কথা ছিল আরও বেশ কিছুদিন পর। কিন্তু বিপিএল আর ভারত সফরের সূচী থাকার কারণে সেই সিরিজ এগিয়ে নিয়ে আসা হয়েছে চলতি মাসেই।
বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যদি বিসিবির নিরাপত্তা দল পর্যবেক্ষণ করে লঙ্কানদ্র নিরাপত্তায় সন্তুষ্ট হয় তাহলেই কেবল টাইগাররা যাবে শ্রীলঙ্কাতে। এবার সেই নিরাপত্তা দলের সবুজ সঙ্কেত পেয়ে বাংলাদেশ দল যাচ্ছে লঙ্কাতে।
নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ জুলাই শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা। যেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৬, ২৯ এবং ৩১ জুলাই।যদিও সিরিজের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণার বাকি।