বিশ্বকাপ মহারথীদের বরণ করে নেবে বিসিবি!

সানিউজ্জামান সরল »

গতকাল (৯ ফেব্রুয়ারি) বিশ্বক্রিকেটে ঘটে গেল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস। অদম্য হুঙ্কারে বিশ্বক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩ তম আসরে ভারতকে হারিয়ে ১ম বারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছে লাল-সবুজের ছোট প্রতিনিধিরা। জুনিয়র টাইগারদের এমন ঐতিহাসিক অর্জনে স্বাভাবিক ভাবেই খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রশ্ন উঠেছে এবার কি তাহলে পুরষ্কার পাচ্ছেন টাইগার যুবারা?

এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কেননা এর আগেও দেখা গেছে, বাংলাদেশ জাতীয় দল কিংবা বাংলাদেশ নারী দল বড় কিছু অর্জন করলে তাদেরকে বরণ করে নিতে অথবা পুরস্কার দিতে। আর টাইগার যুবারা তো এবার পেছনের সব অর্জনকে ছাড়িয়ে গিয়ে একেবারে চূড়ায় গিয়ে পৌঁছেছে। প্রথমবারের মত বিশ্বকাপ জেতার স্বাদ গ্রহণ করেছে লাল-সবুজের এই ছোট্ট প্রতিনিধিরা। আর এত বড় অর্জনে তাদেরকে পুরস্কৃত করা হবে না, তা কি করে হয়?

এমন প্রশ্ন যখন বিসিবির দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই অপারেশন্স কমিটির চেয়ারম্যানের ভাষায় টাইগার যুবাদের বরণ করে নেওয়ার সুর। বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে, ওদের পুরস্কৃত করার ব্যাপারে। আকরামের ভাষ্যমতে, ‘দেখেন, বিসিবি সবসময়ই যারা ভালো করে তাদের পুরস্কৃত অথবা বরণ করে নেয়। এখন হোক সেটা জাতীয় দল কিংবা নারী দল। যুবাদেরও এটি প্রাপ্য। বাংলাদেশ ক্রিকেটের হয়ে ওরা (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল) সবচেয়ে বড় অর্জনটা করেছে। আমরা আজই আসছি, হবে বোর্ড সভা।’

টানটান উত্তেজনার জন্ম দেওয়া এই ম্যাচে ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছে বাংলাদেশ। যুবাদের এই ঐতিহাসিক অর্জন যখন বাংলাদেশকে মাতিয়ে রেখেছে, তখন এই আনন্দঘন মুহুর্তে পাকিস্তানে ইনিংস ব্যবধানে হেরেছে বড়রা। এ নিয়েও কথা বলেছেন আকরাম খান।

আকরামের ভাষ্যমতে, ‘সত্ত্যি বলতে, ওরা যা পারফর্ম করেছে; সেটা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আবার পাকিস্তানে জাতীয় দলের পারফরম্যান্সে আমরা হতাশ। আমাদের জন্য এটা বাজে ব্যাপার। আসলে টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করতে হলে অভিজ্ঞতা বিশেষভাবে প্রয়োজন। ওদের অভিজ্ঞতার ঘাড়তির জন্যই ওরা লম্বা ইনিংস খেলতে পারছে না। আর তাছাড়া সাদা পোশাকের লড়াইয়ে বেশ কষ্ট করতে হয়। লম্বা সময় ধরে একটা খেলোয়াড়কে এই সংস্করণের জন্য প্রস্তুত হতে হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »