বিশ্বকাপ নয়, বিপিএলেই মূল ফোকাস সানির!

কে এম আবু হুরায়রা »

এক বিশ্বকাপে শেষ আরেক বিশ্বকাপের আগে শুরু। মাঝে চাকিং, এবং ব্যাক্তিগত কারনে দল থেকে বাদ পরে আর ফিরতে পারেননি। ভারত সিরিজে দলে ফিরলেও একাদশে সুযোগ হয়নি তার। তবে সুযোগ পেলে কাজে লাগাতে চান এই স্পিনার।

এবারের বঙ্গবন্ধু বিপিএল এ বেশ শক্তপোক্ত দল গড়েছে রংপুর রেঞ্জার্স। দলের স্পিন ভরসা হিসেবে আছেন বাঁহাতি অফস্পিনার আরাফাত সানিও। দলটি নিয়ে আশাবাদী সানি। তবে টি২০ তে নিজের দিনে জিততে পারে যে কেউ। নিজের দলকে শক্তিশালী উল্লেখ করে আরাফাত সানি বলেন,  ‘আমার কাছে মনে হয় আমারদের দলটিই সেরা। কারন, এই দলে বেশ কিছু টি২০ প্লেয়ার আছে। আর টি২০ তে ওভাবে কেউ ভালো বা খারাপ বলে কিছু নেই। যেদিন ভালো খেলতে পারবে সেদিন জয় পাবে।’

এবারের বিপিএল’কে অনেকেই নিচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। আবার কেউ কেউ যায়গা করে নিতে চান দলে তবে আরাফাত সানির নজর ধারাবাহিক ভালো খেলার দিকে। প্রতিটি ম্যাচ ভালো খেলে দলে নিজের যায়গা ধরে রাখাই মূল লক্ষ সানির। নিজের লক্ষ নিয়ে সানি বলেন,  ‘অনেকদিন পর দলে ফিরেছি। আমার মূল লক্ষ এখন বিপিএল। এখানে ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করবো। নিজের সেরাটা উজার করে দেবো। পরবর্তী সিরিজ মনে হয় পাকিস্তানের বিপক্ষে। তবে আপাতত এসব নিয়ে ভাবছিনা। আমি পুরো বিপিএল এ মনযোগ দিতে চাচ্ছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »