https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে শেষ পর্যন্ত ছিটকে গেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাবার পর সেখান থেকে আর সুস্থ হতে পারেননি তিনি।
গত ৯ জুন অজিদের বিপক্ষে ম্যাচে আঙুলে চোড় পান টিম ইন্ডিয়ার অনতম সেরা ওপেনার শিখর ধাওয়ান। পরীক্ষানিরীক্ষা করার পর ধাওয়ানের আঙুলে চির ধরা পরে। ধারণা করা হচ্ছিল ভারেত দল তাদের শেষের দিকের কিছু ম্যাচে পেতে পারে ধাওয়ানকে। তবে সেটা আর হয়ে উঠেনি।
এদিকে ইংল্যান্ডে দলের সাথে আগেই যোগ দিয়েছেন রিশাব পান্ত। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসার ফলে মাঠে দেখা যায়নি তাকে। টিম ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং করতে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকে। তাই পরবর্তী ম্যাচগুলোতেও রোহিত শর্মার সাথে দেখা যাবে রাহুলকে।