নিউজ ডেস্ক »
টি২০ ক্রিকেটে ক্যারিবিয়দের শক্তিমত্তা সবারই কম বেশী জানা। নিজেদের দিনে যেকোনো রেকর্ড পাড়ি দিতে তাদের জুড়ি মেলা ভার। ২০১৬ টি২০ বিশ্বকাপের সেই শেষ ওভারের ব্রাথওয়েট ঝড়ে সব ওলট পালট হয়ে গিয়েছিলো ইংল্যান্ডের স্বপ্ন। তবে এবার সেই ওয়েস্ট ইন্ডিজ দলের থেকেও বর্তমান দলকে শক্তিশালী বলে দাবী করলেন অলরাউন্ডার ডিজে ব্রাভো।
আজ ‘ইএসপিএন ক্রিকইনফো’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজে ব্রাভো জানান, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সিরিজে টিম মিটিং হচ্ছিল। কোচ ফিল সিমন্স যে টিম ঘোষণা দিলো, তাতে ব্যাটিং অর্ডারে আমার জন্য বরাদ্দ ছিল নয় নং পজিশন। সেই টিম লিস্ট দেখে আমি ছেলেদের বলি, দেখো কোনও টি টোয়েন্টি দলে আমি নয় নংয়ে ব্যাট করেছি বলে মনে পড়ছে না। এই দলটার শক্তি দেখে আমি অবাক। আমি তো ছেলেদের বলেই ফেলেছিলাম, শোনো আমরা যে বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই দলটা তার থেকেও শক্তিশালী।’
এছাড়াও এ সময় এই দলের ব্যাটিং লাইন আপের শক্তিমত্তার উদাহরণ দিয়ে ব্রাভো বলেন,’ একবার ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দলটি কল্পনা করুন, সকলেই ফর্মে আছেন। একজন বোলার হিসাবে আপনি ইভিন লুইসকে আউট করেন, হিটমায়ার (শেমরন হেটমায়ার) আসবে এরপর পোলার্ড আসবে, আপনি পোলার্ডকে আউট করবেন, রোভম্যান পাওয়েল আসবেন, এবং এটি চলতেই থাকবে, চলছে, এবং তারপরে আপনি চ্যাম্পিয়ন ডিজে ব্র্যাভোতে পৌঁছবেন।’
বাংলাদেশ সময়: ৪:৫০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ