https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
নির্দিষ্ট গন্তব্যে যেতে বিমানে যারা চলাফেরা করেন তাদেরকে হয়তো বিমান থেকে নামিয়ে দেয়ার ঘটনা খুব বেশি নেই। এমন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে চান না আসলে কোনো বিমানের যাত্রীই। তবে এবার এমন ঘটনাই ঘটল বিশ্বকাপে ধারাভাষ্য দিতে যাওয়া সাবেক অজি ক্রিকেটার মাইকেল স্লেটারের সাথে।
ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিমানের মধে দুই নারীর সাথে বিবাদে জড়িয়ে পড়লে বিমান থেকে স্লেটারকে নামিয়ে দিতে বাধ্য হয় বিমানে নিয়োজিত থাকা নিরাপত্তারক্ষীরা। ওই প্রতিবেদনটিতে প্রত্যক্ষদর্শীর কথা উল্লেখ করে ফক্স নিউজ। ‘অনেক বড় ঝগড়ায় জড়িয়ে পরেছিল সে (স্লেটার)। এতা মোটেও কোনো বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া নয়। এটা অনেক বড় আকার ধারন করেছিল।’
Australian cricket star Michael Slater is booted from a Qantas flight 'after getting into a screaming row with two female friends – and locking himself in the plane's toilet' https://t.co/r1xoa2hrKh pic.twitter.com/1qsdCOj5DN
— Daniel Piotrowski (@drpiotrowski) May 21, 2019
এদিকে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্বকাপে ধারাভাষ্য দিতে যাওয়া মাইকেল স্লেটার। তিনি বলেন, ‘বিমানে দুই বন্ধুর সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সকলের সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’