বিপিএলের শুরু থেকেই খেলবেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আর মাএ কিছু দিন বাকি বিপিএলের। চলতি মাসের ১১ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে দেশীয় ক্রিকেটারদের মধ্যে কয়েকজন রয়েছেন ইঞ্জরির মধ্যে। তার মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইঞ্জরির মধ্যে।

জানা যায় বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই খেলতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি রবিবার (১ ডিসেম্বর) নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক কর্মকর্তা। তিনি জানান, ‘মাহমুদউল্লাহ বিপিএলের শুরু থেকেই খেলতে পারবেন। মাহমুদউল্লাহ গ্রেড ওয়ান টিয়ার ইনজুরিতে আছেন, যা সাধারণত ১৪ দিন লাগে এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে। তবে তার অবস্থা গুরুতর নয়।’

কলকাতায় দিবারাত্রির টেস্টে চোটে পড়েন এ অলরাউন্ডার। যার ফলে ব্যাট করতে পারেননি তিনি। তবে রিয়াদ দ্রুত ব্যাট হাতে ফিরবে বলে জানা যায়। কেননা তার চোটের সমস্যা সাধারণত ১৪ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি এখন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর তত্ত্বাবধানে আছেন।

মাহমুদউল্লাহ রিয়াদের রানিং শুরু করার কথা রয়েছে। রানিং সেশন শেষে ব্যাটিং করার কথা রয়েছে তার। ইতিমধ্যে রিয়াদের চোটের রিপোর্টে কোনো গুরুতর ইঞ্জরি ধরা পড়েনি। যার ফলেই বিপিএলের শুরুতেই ফিরবেন তিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »