বিপিএলের শীর্ষ উইকেটশিকারি হতে চান তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্লেয়ার্স ড্রাফটের আগেই তাসকিন আহমেদকে দলে ভেড়ায় সিলেট সানরাইজার্স। বিপিএলের অষ্টম আসরে সিলেটের বড় ভরসা তিনি। মাঠে নামার আগে তাসকিন জানালেন, ভালো খেলে ফাইনালে নিয়ে যেতে চান সিলেটকে।

তাসকিনের আছে আরো একটি ব্যক্তিগত লক্ষ্যও, আর তা বিপিএলের শীর্ষ উইকেটশিকারি হওয়ার। দল তার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান রাখতে চান এই গতিতারকা।

তাসকিন বলেন,’‘এ বছর আমি সিলেটের হয়ে খেলব, খুবই রোমাঞ্চিত। আমাদের দল ভারসাম্যপূর্ণ। সবাই দোয়া করবেন আমরা যেন দলগতভাবে ভালো খেলে দলকে ফাইনালে নিতে পারি। আমি খুবই আশাবাদী। দলের প্রত্যেকে রোমাঞ্চিত। আশা করছি দলের সম্মান রাখব ইনশাআল্লাহ্‌।’’

প্লেয়ার্স ড্রাফটের আগে তারকাদের ভিড়ে সিলেট বেছে নেয় তাসকিনকে। তাই দলের প্রতি দায়িত্ব বেশি, তা বুঝতে সমস্যা হচ্ছে না তাসকিনের।

তিনি বলেন,”দায়িত্ব তো বেশি। কিন্তু আমি চাপটা উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। প্রত্যেক বছরই তো সুযোগ। আমার লক্ষ্য থাকবে সেরাটা দেওয়ার। প্রক্রিয়ায় ঠিক থাকতে চাই। আমার তো ইচ্ছা আছেই শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকি। কিন্তু যে প্রক্রিয়া সবসময় অনুসরণ করি তা ঠিক রাখতে চাই, বেসিক ঠিক রাখতে চাই, কোনো কম্প্রোমাইজ করতে চাই না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »