জহির ভূইয়া »
১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছে বিপিএলের সপ্তম আসর তথা বঙ্গবন্ধু বিপিএল-২০১৯। ১১ থেকে ১৪ ডিসেম্বর অবদি টানা ৮ ম্যাচ শেষে চট্টগ্রামের উইকেটে চলে যায় বিপিএলের এবারের আসর।
১৫ ও ১৬ ডিসেম্বর বন্ধ রেখে বিপিএল আবার মাঠে গড়ায় ১৭ ডিসেম্বর। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম পর্বের পর বিপিএল আবার ঢাকায় ফিরেছে। মিরপুরের হোম অব ক্রিকেটে আজ শুরু তৃতীয় পর্ব।
বঙ্গবন্ধু বিপিএলে এ পর্যন্ত মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় ব্যাটে বলে আবার যুদ্ধ শুরু।
এবারের বিপিএলে সাকিবের না থাকা, তামিম অনেক দিন পর ব্যাট হাতে ফিরেছেন ক্রিজে আর রিয়াদও ইনজুরি আক্রান্ত। বড় তারকা মাশরাফি তো পাদপ্রদীপের বাইরেই আছেন এখনও। তাই বিপিএলের তারকা ঝলমল আলো আসলে ততোটা বিকশিত হয়নি এবার। সহজ কথায়, ক্রিকেটারদের আন্দোলন, এরপর ক্রিকেটারদের মাঠে ফেরা আর আইসিসি কর্তৃক সাকিবের এক বছরের নিষিদ্ধ ঘোষণার ঘটনা বিপিএলের আলো কিছুটা হলেও নষ্ট করেছে। তারপরও ধীরে হলেও প্রচন্ড শীতের মধ্যে বিপিএল একটু একটু করে জমে উঠছে। আজ মিরপুরে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় দল ঢাকা প্লাটুন।
চট্টগ্রামের শীর্ষ স্থান অটুট রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই। কারণ আজ জিতলে চট্টগ্রামের পয়েন্ট দাঁড়াবে ৮ ম্যাচে ৬ জয়ে ১২। যদি চট্টগ্রাম হেরে যায় তাহলে ঢাকার পয়েন্ট হবে ৭ ম্যাচে ৫ জয়ে ১০, এর মানে চট্টগ্রাম আর ঢাকার পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব সামনে চলে আসবে। তবে মানসিক দিক দিয়ে আজ এগিয়ে থেকেই মাঠে নামবে চট্টগ্রাম। কারণ আগের মোলাকাতে চট্টগ্রাম নিজেদের ঘরের মাঠে ঢাকা প্লাটুনকে ১৬ রানে পরাজিত করেছিল। সে ম্যাচে চট্টগ্রাম আগে ব্যাট করে ৪ উইকেটে ২২১ রানের পাহাড় গড়ে। তবে সে পাহাড় টপকাতে পারে নি ঢাকার ব্যাটসম্যানরা, ২০৫ রানে অলআউট হলে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম।
অন্যদিকে, আজকের ২য় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ৪র্থ দল খুলনা আর তলানির দল রংপুর। শক্তির বিচারে এগিয়ে থাকা খুলনা যদি আজ জিতে যায় তাহলে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে থাকবে শেষ চারের আশায়। তবে আজ রংপুর হেরে গেলে একেবারেই বাতিলের থাকায় চলে যাবে তারা। প্রথম ৫ ম্যাচ খেলে ১টি মাত্র জয়ে পেয়েছে রংপুর।
উল্লেখ্য, নতুন বছরে অর্থাৎ ২০২০ সালের শুরুতে অনুষ্ঠিত হবে বিপিএলের সিলেট পর্ব। ২ থেকে ৪ জানুয়ারী তিন দিনে সিলেটে মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৭ জানুয়ারী বিপিএল আবারো ফিরবে মিরপুরের হোম অব ক্রিকেটে।