বিপিএলের ছয় ম্যাচ হবে সিলেটে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কদিন আগেই শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু তালিকায় ছিলো না সিলেটের নাম। শোনা যাচ্ছিলো বিপিএলও হবে না সিলেটে। আধুনিক এই স্টেডিয়ামে সংস্কার কাজ লেগেই থাকে সারা বছর। এনসিএল সিলেটে না হওয়ায় মাঠে বসে বিপিএল উপভোগ করার আশাও ছেড়ে দিয়েছিলেন সিলেটের দর্শকরা।

তবে বিপিএলের সূচিতে এসেছে চমক। সদ্য প্রকাশিত বিপিএলের সূচিতে ভেন্যু তালিকায় আছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নাম। বিগত আসরগুলোর মত এবারো বিপিএলের ম্যাচ হবে ঢাকা,সিলেট ও চট্টগ্রামে।

২,৩ ও ৪ জানুয়ারি এই তিনদিনে সিলেটে মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর প্রতিদিনই রাতের ম্যাচে ফ্লাডলাইটের আলোয় মাঠে নামবে “সিলেট থান্ডার”। এই তিন ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের বিশেষ আসর “বঙ্গবন্ধু বিপিএল”। ১১ জানুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্বের মোট ৪২ ম্যাচ। এর পরেই ১৩ জানুয়ারি থেকে শুরু হবে শেষ চারের লড়াই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »