বিপিএলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের হয়ে খেলতে চান মনির হোসেন

গাজি নাসিফুল হাসান »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম জনপ্রিয় এক টুর্ণামেন্ট। এই টুর্নামেন্টকে জাতীয় দলে খেলার দরজাও বলা যায়। আর আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড় সন্ধান করছে বিসিবি। আর বিপিএল হতে পারে এর সবচেয়ে বড় মঞ্চ।

এবারের আসরে বিপিএলে সিলেট থান্ডার্স দলে সুযোগ পেয়েছেন লেফট আর্ম স্পিন বোলার মনির হোসেন খান।

মনির হোসেন খান বরিশালে জন্মগ্রহণ করেছেন ১৯৮৬ সালের ২৭শে জানুয়ারি। তিনি মূলত বাহাতি লেফট আর্ম স্পিনার অর্থোডক্স বোলার। তিনি বাঁহাতি ব্যাটসম্যানও। মনির হোসেন খান এখন পর্যন্ত যে দলগুলোতে খেলেছেন তা হলো: বরিশাল ডিভিশন, সিলেট ডিভিশন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সাউথ জোন দলগুলোর হয়ে। বিপিএল ক্রিকেটে প্রথমবারের মতো খেলছেন না মনির‌ হোসেন খান। তিনি এর আগে বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ও নিজ শহর বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটে মনির হোসেন খান বেশ দুর্দান্ত খেলা প্রদর্শন করে চলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৫ ম্যাচে ২৩০টি উইকেট পেয়েছেন, তার এক ইনিংসে সেরা বোলিং ফিগার: ৭/৮৫, এক ম্যাচে সেরা বোলিং ফিগার: ৯/১২৯। আর লিস্ট এ ক্রিকেটে তিনি ৮৮ ম্যাচ খেলেছেন উইকেট পেয়েছেন ১১৭ টি, তার সেরা বোলিং ফিগার: ৫/৩৮। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৩১ ম্যাচ খেলেছেন উইকেট পেয়েছেন ২৬টি, তার সেরা বোলিং ফিগার ৩/২৪।

ঘরোয়া ক্রিকেটে ২০০৬ সাল থেকে নিয়মিত খেলে যাচ্ছেন। তবে এখনো জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। মনির হোসেন খান নিউজ ক্রিকেট ২৪ কে জানিয়েছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা অনেকদিনের স্বপ্ন। আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে। আশা করি এবারের বিপিএল আমার জন্য বড় মঞ্চ। এখানে ভালো কিছু করে দেখাতে চাই। তাতে করে জাতীয় দলে খেলার সুযোগ হয়ে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »