সানিউজ্জামান সরল »
দুয়ারে কড়া নাড়ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল পেয়েছে ভিন্ন মাত্রা। নানা আয়োজনে আয়োজিত এবারের আসরের নাম দেওয়া ‘বঙ্গবন্ধু বিপিএল’। মূলত বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেই এবারের আসরের নামে বঙ্গবন্ধু যোগ করা হয়েছে।
চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এ আসরটির জন্য এরইমধ্যে নানারকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৮ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম’ রাঙানো হচ্ছে উৎসবের আমেজে। এবারে বিপিএল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবে পুরো দেশবাসী, এমনটাই জানিয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসর বলে বিবেচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ পর্যন্ত বিপিএলের ৬ টি আসর মাঠে গড়িয়েছে। এবারের আসর দিয়ে ৭ম পর্বে পা রাখতে যাচ্ছে বিপিএল। আর বিপিএলে যেনো বাংলাদেশী ব্যাটসম্যানদের জয়জয়কার। হ্যাঁ, পরিসংখ্যান তাই বলে। কেননা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানই বাংলাদেশের।
বরাবরের মতো দেশসেরা ব্যাটসম্যান এখানেও আছেন ১ নম্বরে অর্থাৎ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম স্থানটা তামিম ইকবালেরই। তালিকার পরের চারজন যথাক্রমে মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও সাব্বির রহমান।
তামিম ইকবালঃ এবারের আসরে তামিম ২২ গজ মাতাবেন ঢাকা প্লাটুনের হয়ে। বিপিএলে তামিমের পরিসংখ্যান একেবারে অতুলনীয়। ৫৮ টি ম্যাচে ব্যাট চালিয়ে তুলেছেন ১ হাজার ৮২৫ রান। যেখানে তার গড় ৩৫.৭৭। সাথে রয়েছে ১টি শতক ও ১৬টি অর্ধশতক।
তামিমের ব্যাট থেকে আর ১৭৫ রান এলেই বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। কোনরকম সংকোচ ছাড়াই বলা যায়, ভক্ত-সমর্থকদের মতো তামিমও অধির আগ্রহে অপেক্ষা করছেন এ মাইলফলক স্পর্শ করার জন্য।
মুশফিকঃ তামিমের পরের স্থানটাই রয়েছেন মুশফিকুর রহিম। এবারের আসরে তিনি মাঠ মাতাবেন খুলনা টাইগার্সের হয়ে। এ পর্যন্ত ৭১ টি ম্যাচ খেলে তিনি করেছেন ১ হাজার ৭৮৩ রান। রয়েছে ১১ টি অর্ধশত রান।
মাহমুদউল্লাহঃ তালিকার তিন নম্বরে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। এ পর্যন্ত ৭৫ টি ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে ১ হাজার ৬১৯ রান। রয়েছে ৮টি হাফসেঞ্চুরি।
সাকিবঃ ১ বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাকিব এবারের আসর খেলতে পারছেন না। বিপিএলে তিনি মোট ৭৫ টি ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৪৮৩ রান। তার অর্ধশত রান রয়েছে ৫টি।
সাব্বির রহমানঃ তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের ‘হার্ড হিটার’ ব্যাটসম্যান খ্যাত সাব্বির রহমান। এবারের বিপিএলে কুমিল্লার ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। এ পর্যন্ত ৭৪ টি ম্যাচে ব্যাট চালিয়ে ১ হাজার ৩৯৭ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি।