নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসছে মাসের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের স্পেশাল অডিশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবার সাতটি দল নিয়ে আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের ২০১৯ এর আসর। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরকে সামনে রেখে প্রায় দুইশো দেশি ক্রিকেটার ও চারশো’র অধিক বিদেশি ক্রিকেটার নিয়ে আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ঢাকার রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় গেলো প্লেয়ার ড্রাফট। সাত দলের কর্তারা উপস্থিত থেকে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিলাম থেকে ডেকে নিজেদের দলে ভিড়িয়েছেন দলগুলো। প্রতি দলেই জায়গা হয়েছে ১০ জন করে দেশি ক্রিকেটার। তবে সাত দলের প্রায় ৭০ খেলোয়াড় কেনার তালিকায় নাম নেই অভিজ্ঞ আব্দুর রাজ্জাক,শাহরিয়ার নাফিজ ও মোহাম্মদ আশরাফুলদের।
সাত দলের কোন দলই কেনার আগ্রহ দেখায়নি তাদের কিনতে। বল হাতে এবারের জাতীয় লিগে দারুন সময় পার করলেও কিনেনি কোন দল। প্রতি দলে একজন করে লেগস্পিনার খেলানোর শর্ত দেয়া থাকলেও লেগস্পিনার জুবায়ের হোসেনকে কিনেনি কোন দল। এছাড়াও মেহেদী মারুফকে কিনেনি কোন দল।