বিপিএল বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ: মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ( বিবিপিএল) সামনে রেখে অফিসিয়ালি অনুশীলন করতে শুরু করেছে দল গুলো। বুধবার সকালে নিজেদের অনুশীলন শুরু করে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। রংপুর ও ঢাকার পর বিকেল তিনটা নাগাদ অনুশীলন করতে বিসিবির একাডেমী মাঠে আসে সিলেট থান্ডার।

বিদেশিরা এখনো না এসে পৌঁছালেও দেশিদের নিয়েই অনুশীলন শুরু করেছে সিলেট থান্ডার। দেশিদের মাঝে অনুশীলনে ছিলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, স্পিনার নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন আলি ও স্পিনার সোহাগ গাজীসহ আরও বেশ কজন ক্রিকেটার।

সিলেট থান্ডারের এবার কোচের দায়িত্বে আছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস। এছাড়াও মেন্টরের দায়িত্বে আছেন সারওয়ার ইমরান। হার্শেল গিবস এখনো না আসায় সারওয়ার ইমরানের তত্ত্বাবধানেই অনুশীলন শুরু করেছে সিলেট। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন হার্শেল গিবস আর ৯ ডিসেম্বর সকল দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে নিয়ে পরিকল্পনা শুরু করবেন গিবস।

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলকে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সৈকত। সামনে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই তো এবারের বিপিএলে বাড়তি নজর দিচ্ছেন। বিশ্বকাপের প্রস্তুতিট মঞ্চ হিসেবেও দেখছেন আসন্ন বিপিএলকে।
তিনি বলেন,  ‘ভালো খেলোয়াড় তৈরীর সবচেয়ে বড় মঞ্চ হলো বিপিএল। এখানে যারা ভালো খেলবে তারাই জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্র এগিয়ে থাকবে । সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই তো এবারের বিপিএলে ভালো করার চেষ্টা থাকবে।’

এছাড়া তিনি আরও বলেন,  ‘পারফর্ম করার বড় মঞ্চ হচ্ছে বিপিএল। সবাই এখানে ভালো পারফরম্যান্স করতে চায়, আমরাও এর বাহিরে না। বিপিএল বড় একটা মঞ্চ নিজেকে প্রমাণ করার ও পারফর্ম করার সবচেয়ে বড় জায়গা আর সে চেষ্টাই থাকবে আমাদের।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »