বিপিএল: ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক রবিবার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের সকল ফ্র্যাঞ্চাইজির সাথে আগামীকার রোববার (১৮ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা। নতুন করে চুক্তি করা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে ফ্র্যাঞ্চাইজিদের সাথে।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেটা জানা গিয়েছিল আগেই। ফলে সপ্তম আসরে অংস নিতে চাইলে পুনরায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে করতে হবে চুক্তি। চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রোববার খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের সাথে আলোচনায় বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এরপর ১৯ আগস্ট (সোমবার) ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের সাথে বৈঠক শেষে ২০ আগস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা।

অন্যদিকে চিটাগং ভাইকিংস আগামী আসরে থাকছে না। কেননা ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ত্বাধিকারী ডিবিএল গ্রুপ আগেই সাফ জানিয়ে দিয়েছে না থাকার ব্যাপারে। এছাড়া সিলেট সিক্সার্সের সাথে আলাদা করে বসার কারন হচ্ছে গত আসরে ক্রিকেটার, কোচ এবং গভর্নিং বডির সাথে অর্থনৈতিক লেনদেনের জন্য। কেননা ফ্র্যাঞ্চাইজিটি এখনও পরিশোধ করেনি টাকা। তাই এই টাকা পরিশোধ করে তারপর নতুন চুক্তির ব্যাপারে এগিয়ে যাবে গভর্নিং বডি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »