নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের পেস বোলার খালেদ আহমেদ বেশ কিছু দিন যাবত ইঞ্জুরিতে রয়েছেন। যার ফলে শ্রীলঙ্কায় যাওয়া বাংলাদেশের ‘এ’ দলের সঙ্গী হতে পারেন নি। ‘এ’ দলের পর এনসিএল ও খেলা হচ্ছে না খালেদের।
খালেদের চলছে পুনর্বাসন প্রক্রিয়া,বিসিবির ফিজিওর নেতৃত্বে চালিয়ে যাচ্ছেন নানান শারীরিক কাজ। আজ ও জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের সাথে কাজ করেন তিনি। মিরপুর একাডেমির মাঠে কখনো হাল্কা রানিং, কখনো হালকা লিফটিং। এবাবেই চলছে পুরোপুরি ফিট হবার মিশন।
১০ই অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লীগ ‘এনসিএল’। খেলতে পারছেন না তিনি, আজ সাংবাদিক’দের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, ‘নিজের অবস্থা- ৭০ ভাগ ফিট আছি, বিপিএল শুরু আগে পুরোপুরি ফিট হতে পারবেন বলে আশা করেন। তাই হচ্ছে না এবারের এনসিএল খেলা’।
গত বছর অক্টোবরে জিম্বাবুয়ের সাথে টেস্ট অভিষেক হয় খালেদ আহমেদের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে খালেদের। খেলা হয় নি বাকি দু ফরম্যাটে (ওডিআই,টি-টুয়ান্টি)। ২ টেস্ট খেলা খালেদ এখনো উইকেট শূন্য রয়েছে। তবে এনসিএল, বিপিএল নিয়মিত পারর্ফমার তিনি।
গত বিশ্বকাপ চলাকালীন সময়ে বিসিবি দলের বাহিরে থাকা প্লেয়ার’দের নিয়ে এলিট ক্যাম্পের আয়োজন করে। এলিট ক্যাম্পে ও ছিলেন তিনি, ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে চোটে পড়েন তিনি।৷ বাসায় টিভি দেখার সময় পেশিকে টান টান লেগে চোটে পড়েন। তখন থাকছে হয়েছিল বিশ্রামে, সার্জারি ও করাতে হয়েছিল। যার ফলে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন নি তিনি। তাই চালিয়ে যাচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়া।