https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিপিএলকে নতুন মোড়কে শুরু করার ঘোষণা আগেই দেয়া হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে। সব ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবার ফলে বোর্ডের সাথে নতুন করে চুক্তি করা তো বটেই দলগুলোর সাথে যে সকল প্লেয়াররা চুক্তিবদ্ধ হয়েছে সেগুলোও বাতিলের ঘোষণা দেয়া হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে।
বিপিএলের সপ্তম আসরকে কেন্দ্র করে বেশ আগেভাগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলে নতুন ক্রিকেটারদের ভেরাতে শুরু করেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগ দেয়া।
রংপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সাকিবকে তারা দলে নিয়েছে। অন্যদিকে সাকিবের পুরাতন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিবের দল ছেড়ে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না তারা।
এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আজ ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকেও আলোচনায় অংশ নেয়া হয়েছিল। আলোচনা শেষে ঢাকা ডায়নামাইটসের সিইও ওবায়েদ নিজাম বলেন, ‘আইকনদের নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার থেকে সব নতুন করে হবে। এই প্রসঙ্গে তাই আমরা কথা বলিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আয়োজন সফল করার ব্যাপারে আমাদের পরামর্শ চাওয়া হয়েছে। আমরা সেটা লিখে নিয়ে এসেছি।’
নতুন করে সবকিছু শুরু করতে হলে দরকার লম্বা সময়ের। এই স্বল্প সময়ে তা সম্ভব হবে কিনা সেটা জানাতে গিয়ে ঢাকা ডায়নামাইটসের সিইও বলেন, ‘দল গুছানোর জন্য আমরা ফেব্রুয়ারি থেকেই প্রস্তুত ছিলাম। আমরা বাকিদের কথা বলতে পারব না, আমাদেরটাই জানি। রিটেনশন রাখা হবে না নতুন নিয়ম করা হচ্ছে নতুন করে সাইকেল করা হবে। দল সাজানোর জন্য যথেষ্ট সময় আছে বলে মনে করছি।’