বিপ টেস্টে সায়েম চৌধুরীর চমক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন জাতীয় লীগের খেলা মাঠে গড়াবে আগামী ১০ই অক্টোবর থেকে। জাতীয় লীগ মাঠে গড়ানোর আগে জাতীয় লীগ খেলার টিকেট পেতে হলে ক্রিকেটারদের পার হতে হচ্ছে বিপ টেস্ট নামক অগ্নি পরিক্ষার।আজ বরিশালে হয়ে গেল ক্রিকেটারদের একাংশের বিপ টেস্ট।

আসন্ন জাতীয় লীগে খেলতে বিসিবি নির্ধারিত বিপ পয়েন্ট হতে হবে ১১.০। বিসিবির বেধে দেওয়া ১১.০ এর বিপ টেস্ট স্কোরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ১২.০ পয়েন্ট স্কোর করেছেন বরিশাল ডিভিশন টিমের উইকেট কিপার ব্যাটসম্যান সায়েম চৌধুরী অমি।
১২.০ স্কোর করে সায়েম বার্তা দিয়ে রাখলেন তিনি নিজেকে নতুন ভাবে প্রমাণ করতে আসছেন। যেখানে একের পর এক ব্যর্থ হয়ে বিপ টেস্ট থেকে বাদ পড়ছিলেন তার সঙ্গীরা সেখানে এমন স্কোর করাটা নিঃসন্দেহে মাঠের লড়াইয়ে বাড়তি প্রেরনা যোগাবে এই ডান হাতি উইকেট কিপার ব্যাটসম্যান।

উল্লেখ্য বিপ টেস্ট চ্যালেঞ্জকে জয় করার লক্ষ্যে অনেক দিন অনুশীলন ও জিম স্যাশনে প্রচুর ঘাম ঝরিয়েছেন সায়েম। নিজের ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি জিম ও খাদ্য তালিকায় নির্দিষ্ট একটা রুটিন করে নিজেকে আসন্ন জাতীয় লীগ ও বিপ টেস্ট এর জন্য প্রস্তুত করে আসছিলেন তিনি।
বিপ টেস্ট শেষে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত সায়েম চান আসন্ন জাতীয় লীগে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে। আসন্ন জাতীয় লীগে ভাল করতে সমর্থক ও ভক্তদের নিকট দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »