বিপ টেস্টে এগিয়ে রাহি, রেজা, জহুরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ ও আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। আর এই ৩৫ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। গতকাল সোমবার ১৯ আগষ্ট থেকে শুরু হয়েছে এই কন্ডিশনিং ক্যাম্প। দীর্ঘ ৮ মাস পর ক্রিকেটারদের এই কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস যে ভালো নয় তা জানাই আছে সকলের। আর এইবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে ঘোষণা দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পে ফিট খেলোয়াড়দের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে।

বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে শুরু হয়েছে এই কন্ডিশনিং ক্যাম্প। দীর্ঘ ৮ মাস পর অনুষ্ঠিত হয়েছে ফিটনেস টেস্ট। ক্যাম্পের প্রথমদিন ফিটনেস টেস্ট কথা হয়েছে ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় মারিও ভিল্লাভারায়নে।

তবে দীর্ঘদিন ধরে ফিটনেস ক্যাম্প অনুষ্ঠিত না হবার কারণে খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ভালো নয়। বিপ টেস্টে সর্বোচ্চ ১২.৫ পয়েন্ট পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি, অলরাউন্ডার ফরহাদ রেজা, ব্যাটসম্যান জহুরুল ইসলাম। আর সবচেয়ে কম পয়েন্ট ছিলো মোসাদ্দেক হোসেন সৈকতের ৫ এর নিচে। আর বাকি খেলোয়াড়দের মধ্যে সকলের পয়েন্ট ৬-৭ এর মধ্যে। আর এই অবস্থায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়নে নিজে খুশি নন। তিনি বলেন, ” দীর্ঘ ৮ মাস পর ওদের ফিটনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়দের এবং আমাকে বুঝতে হয়েছে ফিটনেসের অবস্থা। আমি সন্তুষ্ট নই। তবে ক্রিকেটারদের আরো সময় দিতে হবে এই ফিটনেসের জন্য।

উল্লেখ্য ক্যাম্পের প্রথমদিন উপস্থিত ছিলেন ২২ ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »