বিপ টেস্ট নিয়ে ভিন্ন ভাবনা আরাফাত সানির

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশ জাতীয় দলে এক সময় নিয়মিত মুখ হয়ে ছিলেন স্পিনার আরাফাত সানি। সময়ের সাথে তাল মেলাতে না পারা ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনাই মূলত তাকে ছিটকে দিয়েছে জাতীয় দল থেকে। জাতীয় দলের পোশাক গায়ে জড়ানোর সুযোগ না মিললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ আরাফাত সানি।

আসন্ন জাতীয় লিগে ক্রিকেটারদের অংশ নিতে হলে বিপ টেস্টে স্কোর থাকতে হবে ১১ যা একপ্রকার কঠিনই বটে। ফলে নিয়মিত ঘরোয়া ক্রিকেটারদের অনেকের কপালেই চিন্তার ভাজ কিছুটা গভীর হয়েছে। কিন্তু ভিন্ন কথা শোনা গেল স্পিনার আরাফাত সানির কণ্ঠে।

সানি মনে করেন ক্রিকেটারদের ফিটনেস আর বিপ টেস্ট দুইটা ভিন্ন জিনিস। বিপ টেস্ট নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না বলেও জানিয়েছেন এই স্পিনার। তিনি বলেন, ‘বিপ টেস্টে ১১ দিলেই আমি ম্যাচের জন্য ফিট হয়ে যাচ্ছি কিনা জানিনা। আগেও বলেছি, ম্যাচের ফিটনেস ওবিপ টেস্ট দুইটা ভিন্ন জিনিস। এটা নিয়ে কেউ আতঙ্কিত বলে আমার মনে হয় না। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের কথাই বলুন আমাদের ফিট খেলোয়াড় রয়েছে অনেক।’

তিনি আরও বলেন, ‘গতবার যখন প্রথম বিপ টেস্ট হয় আমি উৎরাতে পারিনি। সেক্ষেত্রে পরে আবার দিয়ে খেলেছি। ১১ হয়তো আমিও নাও দিতে পারি। তবে আমি আশাবাদী ডেডলাইনের পরও সুযোগ থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »