বিপ টেস্ট দিতে শেরেবাংলায় সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। নির্বাসন থেকে ফিরে এখন ক্রিকেটে ফেরার প্রক্রিয়া।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টিটোয়েন্টি কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। আগামী ১২ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। আর এই ঘরোয়া ক্রিকেট দিয়ে সাকিবও ফিরবেন ২২ গজে।

তার আগে অবশ্য সাকিবকে দিতে হচ্ছে ফিটনেস পরীক্ষা। বিপ টেস্টে যাচাই হবে বিশ্বসেরা অলরাউন্ডারের ফিটনসে। সোমবার সকাল সাড়ে আটটার মিরপুরে আসেন সাকিব আল হাসান। ইনডোর দিয়ে মাঠে প্রবেশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর শেরবাংলার ঘাস মাড়িয়ে ঢুকেন জাতীয় দলের ড্রেসিংরুমে।

এরপর ফিজিও জুলিয়ান কেলাফতেকে নিয়ে সাকিবের ঠিকানা জিম। সেখানে ঘণ্টা খানেক কাটিয়ে সাকিব বিপ টেস্টের প্রস্তুতি নেন। সকাল ১০ টা থেকে ১১ টার ভেতরে তার বিপ টেস্ট হওয়ার কথা রয়েছে।

শুধু সাকিব নয়, আজ বিপ টেস্ট দেবেন আরও ৮০ ক্রিকেটার। আগামীকাল হবে আরও ৩৩ ক্রিকেটারের ফিটনেস যাচাই। কেননা সামনেই কড়া নাড়ছে বঙ্গবন্ধু টিটোয়েন্টি কাপ। বিসিবি’র কড়া বার্তা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই নাম থাকবে প্লেয়ার্স ড্রাফটে!

 

নিউজক্রিকেট/জেড.আই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »