বিনোদন দেওয়ার জন্য ছক্কা হাঁকানো আমার কাজ নয়: কোহলি!

সানিউজ্জামান সরল »

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ভিরাট কোহলি। এই ব্যাটিং বিস্ময়ের কাছে ছক্কা হাঁকিয়ে দর্শকদের বিনোদিত করা নয়, বরং লম্বা সময় উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর এমন কথায় জানিয়েছেন তিনি।

গতকাল (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ১ম টি-টোয়েন্টিতে হায়দরাবাদে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ভারত ও উইন্ডিজ। এ ম্যাচে উইন্ডিজের দেয়া ২০৭ রানের সংগ্রহ তাড়া করতে নেমে কোহলি ৫০ বলে ৯৪* রানের একটি মারকুটে ইনিংস খেলেন। দৃষ্টিনন্দন এই ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৬ ছক্কায়। এতেই যেন ব্যতিক্রম ধর্মী এক কোহলিকে দেখতে পেল ক্রিকেট বিশ্ব।

ক্রিকেটের যেকোন সংস্করণেই হোক, ভিরাট কোহলির রান নির্ভর করে সিঙ্গেল, ডাবলস আর চারের উপরে। চারগুলো যদিও চোখ ধাঁধানো হয়ে থাকে। কিন্তু ছয় হাঁকাতে কোহলিকে খুব কমই দেখা যায়। তবে এই ইনিংসে ৬টি ছয় হাঁকিয়ে কোহলি বনে গেলেন একজন মারকুটে ব্যাটসম্যানে।

ম্যাচ জয়ী এই ইনিংসের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন কোহলি। এ সময় তিনি জানান, ‘আসলে আমি এমন কেউ নই যে, উইকেটে এসে ছক্কা হাঁকাবো আর দর্শকদের বিনোদিত করবো। আমি সবসময়ই আমার দলের জয় নিশ্চিত করার জন্য খেলি। আর এই জয় নিশ্চিত করতে যেয়ে যদি আমার ছক্কা হাঁকানো লাগে, তাহলে আমি তাই করি। তবে হ্যাঁ, আমার লক্ষ্য মারকুটে নয়। দলে আমার ভূমিকা লম্বা সময় ধরে ব্যাটিং করা।’

 

আসুন জেনে নিই ক্রিকেটের তিন সংস্করণে কোহলির মোট চার, ছয়ঃ-

টি-টোয়েন্টিঃ ৭৩ ম্যাচে ৬৪টি ছক্কা এবং ২৪১টি চার।

ওয়ানডেঃ ২৩৯ ম্যাচে ১১৯টি ছক্কা এবং ১০৮৫টি চার।

টেস্টঃ ৮৪ টেস্টে ২২টি ছক্কা এবং ৮০৫টি চার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »