নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের ক্রিকেট পাড়ায় দুর্দান্ত সাড়া জাগাচ্ছেন বাংলাদেশী বংশদ্ভূত রবিন দাস। পৈতৃক নিবাস সুনামগঞ্জে হলেও জন্মলগ্ন থেকেই ইংল্যান্ডের মাটিতে আছেন। ক্রিকেটে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন বর্তমানে।
সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেটে বেশ সাড়া জাগিয়েছেন তিনি। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন সম্প্রতি । গত মৌসুমে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপে তার গড় ছিলো ৭০। একটি করে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। স্কুল ক্রিকেটে দুটি সেঞ্চুরিতে করেছেন ৫০০ রান।
বেশ ফর্মেই আছেন বলা যায়। এই ফর্মের ধারা অব্যাহত রাখতে পারলে জায়গা পেতে পারেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও। নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের জন্যও।
পড়াশোনা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন বর্তমানে। কিন্তু নারীর টানে পৈতৃক নিবাস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছে পোষণ করেন তিনি। সম্ভাব্য, ডিসেম্বর-জানুয়ারিতে অবসর সময়ে সুযোগ পেলে বাংলাদেশে আসবেন তিনি।