নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিদায় শব্দটা পৃথিবীর সব মানুষের কাছেই এক দুঃখে ভরা নীল সাগরে আপতিত হওয়ার মত বিষয়। কোন কিছুর যখন শুরু থাকবে তার শেষও থাকবে এর বিকল্প কিছু নেই ক্রিকেট ও এই পৃথিবীর মহারীতির বাহিরে নয়। আন্তর্জাতিক ক্রিকেটের উজ্জল আকাশ থেকে আজ ছিটকে গেলো আরও এক মহাতারকা। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের শেষটা ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে খেলে ফেললেন জিম্বাবুইয়ান ক্রিকেটের কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাদজা।
নিজের ক্যারিয়ারে ৩১০ তম ও শেষ ম্যাচটা নিজের মত করে আলোকিত নিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলছিলেন মাসাকাদজা। ৩০ বলে তুলে নেন ফিফটি আর শেষ পর্যন্ত ৪২ বলে ৭১ রান করে দৌলত জাদরানের বলে নাবির সাথে ক্যাচ দিয়ে ফিরে যান বাইশগজ ছেড়ে। ৭১ রানের ইনিংসে ছিলো ৫ টি ছক্কা ও ৪ টি চারের মার।
ক্যারিয়ারের শেষ ম্যাচের মত আলোকিত হোক আপনার বাইশগজের বাহিরের জীবন।