নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক বিতর্কের জন্ম দিয়ে তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়। দেশজুড়ে
এই বিষয়টা নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে।
তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার।
মাঠের বাইরের কোন ইস্যু নিয়ে কিছু ভাবছেন না জানিয়ে হাসান বলেন: দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’