বিগব্যাশে প্রথমবারের মতো নাম লেখালেন ডেল স্টেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডেল স্টেইন পেস বোলিং ইউনিটের বেশ বড় নাম বিশ্ব ক্রিকেটে। একটা সময় তার বলের পেস ও বাউন্স ব্যাটসম্যানদের বুকের কাঁপন ধরাতো। তবে সময়ের বিবর্তনে বার বার ইনজুরিতে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন আর বলের ধারটাও কমে গেছে। বার বার ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরও ক্রিকেটের টানে ঠিকই বাইশগজে ফিরেছেন।

এবার বিগব্যাশের আসরে প্রথম বারের মত নাম লেখালেন এই প্রোটিয়া পেসার। এবারের বিগব্যাশে মেলবোর্ন স্টার্সের জার্সিতে দেখা যাবে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলবোর্ন স্টার্সের অফিসিয়াল পেজ। এর আগে অনেক গুলা আসর আয়োজিত হলেও খেলার সুযোগ হয়নি তার সেটার অন্যতম কারন অবশ্য বিগব্যাশের খেলার সময় আফ্রিকার টেস্ট খেলা থাকে। কিছুদিন আগে সাদা পোষাক থেকে বিদায় নেয়ায় সমস্যা হচ্ছে না এবারের বিগব্যাশ খেলতে।

আসরের প্রথম ছয় ম্যাচের জন্য আপাতত চুক্তি করা হয়েছে স্টেইনের সাথে। চলমান ভারত সিরিজে জায়গা পাননি তিনি। সাদা পোষাক উঠিয়ে রাখলেও স্বপ্ন দেখেন রঙ্গিন পোষাকে জাতীয় দলের হয়ে খেলার। ভারত সফর শেষে দক্ষিন আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। মূলত ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাওয়ার আশায়ই মাত্র ছয় ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হোন তিনি। তবে কোন ভাবে দলে জায়গা না হলে চুক্তি বাড়ানোর সুযোগ পাবেন।

ভারত সিরিজে জায়গা না পাওয়ায় অবসর সময়ে খেলার সুযোগ পেয়ে বেশ আনন্দিত স্টেইন। তিনি বলেন, ‘জাতীয় দলের জার্সিতে খেলা সব সময়ই গর্বের বিষয় । আমার চাওয়া হলো জাতীয় দলের জার্সিতে খেলা। দলের হয়ে সুযোগ না পেলে অন্য কোথাও খেলা উচিত ঐ সময় টাতে আর মেলবোর্নের হয়ে খেলে সময়টাকে কাজে লাগাতে চাই পরবর্তী সিরিজের জন্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »