নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) ক্রিকেটে নিয়ম বদলানো এ যেন নতুন কোনো ব্যাপার নয়। প্রথম আসর থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো বিপিএল অনুষ্ঠিত হয়েছে তাতে প্রতিটি আসরেই কোনো না কোনো নিয়ম পরিবর্তন আসবেই এ যেন এক অবধারিত নিয়ম। বারবার নিয়ম বদলানো বিষয়টি সকলের জন্য বিরক্তিকর। আর খেলোয়াড়দের বারবার নিয়ম বদলানো একটা ভোগান্তিও হয়। এবার এই বারবার নিয়ম বদলানো নিয়ে মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগের অন্যতম জনপ্রিয় দুই মুখ মাহেলা জয়াবর্ধনে ও টম মুডি।
বিশ্বের বিভিন্ন বড়বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ গুলোতে সফল কোচ হচ্ছেন টম মুডি ও মাহেলা জয়াবর্ধনে। এই দুই হেভিওয়েট কোচ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এ কোচিং করান। মাহেলা জয়াবর্ধনে খুলনা টাইটান্সের কোচ এবং টম মুডি রংপুর রাইডার্সের কোচ। এদের মধ্যে ২০১৭ সালের বিপিএলে টম মুডির কোচিংয়ে সেবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স।
মাহেলা জয়াবর্ধনে ক্রিকেট ক্যারিয়ারে বেশ সফল একজন ক্রিকেটার ছিলেন। এবার কোচিংয়ে নাম দেখিয়ে সফলতা পাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টূর্ণামেন্ট আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং করান। মাহেলা জয়াবর্ধনে বলেন, ” যেকোনো ফ্র্যাঞ্চাইজি টূর্ণামেন্টে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার। কিন্তু বিপিএলে প্রতিবছরই দেখছি যে নিয়ম পরিবর্তন করছে। এটা কোনো ভালো নিয়ম হতে পারে না। বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি টূর্ণামেন্টের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যা সকলে মানে। এটা থাকলে কাজ করা সহজ হয়।”
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টূণামেন্টে একটি বড় নাম হচ্ছে টম মুড়ি। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং করান। বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং করান। তার অধীনে একবার চ্যাম্পিয়ন হয়েছে রং রংপুর রাইডার্স। টম মুডি বলেন, ” আমি গত ১২ বছর ধরে বিশ্বের বহু টি-টোয়েন্টি লীগের সাথে আছি। একটা ভালো আসরের বড় বৈশিষ্ট্য হলো ম্যাচ পরিচালনা ও ফ্র্যাঞ্চাইজিদের জন্য তৈরি নিয়মগুলো। কিন্তু যদি প্রতিবার নিয়ম পরিবর্তন হয় তবে তাদের নিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে।”
মূলত সাকিব আল হাসানের দলবল এর পর সরগরম হয়ে উঠেছে এই দলবদল নিয়ে। এই দলবদল নিয়ম মেনে হয়নি। আর তার জন্য পুরো নিয়ম পরিবর্তন করতে হচ্ছে। কিন্তু যদি লক্ষ্য করে দেখা যায় যে আগের আসরে একই নিয়ম মেনে দল পরিবর্তন করা হয়েছে। কিন্তু এবার সাকিবের দলবদল এর জন্য কি পুরো নিয়ম বদলানো হলো? নাকি এতে রয়েছে কোনো এক দলের বিশেষ ইন্ধন? যাই হোক এই দুই হেভিওয়েট কোচ বিপিএল নিয়ে এমন মন্তব্য অবশ্যই ভালো কিছু নয়। যদি এমন চলতে থাকে তবে বিপিএল যে রং হারাবে দ্রুত তা বলাই বাহুল্য।