বাবার মৃত্যুতে টুইটারে স্টোকসের আবেগঘন টুইট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল মঙ্গলবার না ফেরার দেশে চলে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেরার্ড স্টোকস। পিতৃবিয়োগের কারণে শোকাহত স্টোকসের ভাবনা ঘিরে শুধুই এখন তার বাবা। তার বাবা পরলোকেও থাকবেন হাস্যজ্বল- এমনটাই ধারণা স্টোকসের।

টুইটারে এক বার্তায় স্টোকস লিখেন,“এখন আমি এবং তুমি ভিন্ন জায়গায় কিন্তু আমি জানি জেড তুমি তোমার মুখে সব সময় হাসি রাখবে। তাই প্রত্যেকবার যখন আমি তোমার কথা ভাবি এটা আমার মুখে হাসি এনে দেয়। তোমাকে সবসময় ভালোবাসি।”

মৃত্যুর সময় স্টোকসের বাবা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিজের বাড়িতেই অবস্থান করছিলেন। এর আগে দীর্ঘদিন ধরেই ব্রেইন ক্যান্সারের সাথে লড়ছিলেন তার বাবা জেরার্ড স্টোকস। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

স্টোকসের জন্মস্থান নিউজিল্যান্ডে। তবে পরবর্তীতে ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করে ক্রিকেট খেলছেন সেই দেশের হয়ে। বেন স্টোকসের ক্রিকেট ক্যারিয়ারে অসামান্য অবদান রেখেছিলেন তার বাবা।

১৯৫৫ সালে নিউজিল্যান্ডে জন্ম নেওয়া জেরার্ড স্টোকস নিজেও নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে একটি রাগবি টেস্ট ম্যাচ খেলেছিলেন। খেলোয়াড়ের চেয়েও বেশি খ্যাতি রয়েছে তার কোচ হিসেবে। সার্বিয়া জাতীয় রাগবি দলের কোচ হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে তাই ক্রিকেটের মত রাগবি অঙ্গনেরও নেমেছে শোকের ছায়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »