বাবার ক্ষমতায় স্লিপে রমিজ, ক্যাচ ধরার চেয়ে ছেড়েছে বেশি- আকরাম

ক্রীড়া প্রতিবেদক »

পাকিস্তান ক্রিকেটের বর্তমান রাজা,পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তৎকালীন পেস বোলিং ত্রাস ওয়াসিম আকরাম মাঠে একসাথে খেলেছেন দীর্ঘদিন। সম্প্রতি আকরাম তার আত্মজীবনীতে (সুলতানঃ একটি স্মৃতিকথা) রমিজ রাজাকে নিয়ে তার হতাশার কথা ব্যাক্ত করেন। তার মতে রমিজ রাজা স্লিপে না দাঁড়ালে তার উইকেট সংখ্যা আরো বেশি থাকত।

আকরাম বলেন,’রমিজ রাজা ফিল্ডিংয়ের সময় স্লিপ পয়েন্টে থাকত, কারণ বাবা ছিলেন একজন পুলিশ কমিশনার। সে যতগুলো ক্যাচ ধরেছে, তার চেয়ে বেশি ক্যাচ ফেলেছে।’

১৯৮৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দুজন একসাথে খেলেছেন ১৮৮টি ম্যাচ। এতে স্পষ্ট যে দুজন একে অপরের বিষয়ে বেশ জানাশোনা। তারা ৯২ এর বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন এই দুজন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »