নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার পেস বোলার রুবেল হোসেন প্রথমবারের মতো বাবা হয়েছেন। আজ ১লা আগষ্ট পুত্র সন্তান পৃথিবীর আলো দেখেন। এটি রুবেল ও দোলা দম্পতির প্রথম সন্তান।
গত আগষ্ট মাসে তাদের প্রথম সন্তান হবার অনুমান করা হয়। আজ সেপ্টেম্বরের প্রথমদিন রুবেল হোসেন ও দোলার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় তাদের প্রথম সন্তান।
২০১৬ সালে পেসার রুবেল ও তার স্ত্রী ইশরাত জাহান দোলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক টুইট বার্তায় ১০ আগষ্ট সন্তান আগমনের খবর জানায় রুবেল।
নতুন সন্তান আগমনের রুবেলের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রুবেল ও তার স্ত্রী তাদের সন্তান আগমনের সকলের কাছে দোয়া চেয়েছেন।