বাবা হবেন রুবেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আপাতত এখন কোনো সিরিজ নেই। আয়ারল্যান্ড সিরিজ, বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজ শেষে বিশ্রামে জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে ঈদ রয়েছে। আর সামনের মাসে আফগানিস্তানের সাথে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আর এই মুহূর্তে খেলোয়াড়েরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। আর এই বিরতির মাঝে সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রুবেল হোসেন ও ইশরাত জাহান দোলার সাথে। এবার তাদের ঘর আলো করে প্রথম সন্তান আসতে যাচ্ছে। রুবেল হোসেন তার বাবা হবার সুসংবাদ জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সকলের কাছে দোয়া চেয়ে রুবেল হোসেন টুইট করে দোয়া চেয়েছেন স্ত্রী ও তার অনাগত সন্তানের জন্য।

২০১৬ সালে হঠাৎ করে রুবেল হোসেন বিয়ে করেন। সেই বছর মে মাসে রুবেল ও তার স্ত্রী দোলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার তাদের প্রথম সন্তান আসতে যাচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »