বাদ দেয়া হয়নি রোডসকে!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল এক বুক স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমালেও ফিরে আসতে হয়েছে খালি হাতেই। বিশ্বকাপ চলাকালেই রোডসের বিদায়ের গুঞ্জন শুরু হয়। বিশ্বকাপ মিশন শেষে এক ঝুলি ব্যর্থতা নিয়ে দেশে ফিরেছে এর  একদিন পরেই বিসিবি কর্তাদের সাথে বৈঠক বরখাস্ত করা হয় রোডসকে।

মিডিয়ার সামনে আনুষ্ঠানিকভাবে না বললেও রোডসের বিদায়ের খবর ইতোমধ্যেই জেনে গেছেন ক্রিকেটভক্তরা। তবে ইংল্যান্ডে সংসদ সদস্যদের বশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়া বিসিবি বস জানালেন ভিন্ন কথা। পাপন জানান, ‘আমরা রোডসকে বাদ দেইনি।’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘তাকে বাদ দেয়া হয়নি। আমরা অনেক ব্যাপারেই কথা বলেছি। আমাদের চিন্তা-ভাবনার সাথে রোডস একমত হয়নি। আমরা তাই ধরে নিয়েছি সে থাকবে না। এখন লাস্ট কল রোডসের। আমি অপেক্ষায় রয়েছি। আজ-কালের মধ্যেই হয়তো জানা যাবে। আজ কিংবা কাল হয়তো তার লাস্ট কল জানিয়ে দিতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »