বাতিল হল ইউরো টি-২০ স্ল্যাম লিগ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাতিল হতে পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট ইউরো টি-২০ স্ল্যাম। সেই গুঞ্জনই এবার সত্যি হল। মাঠে গড়ানোর আগেই আয়োজকদের পক্ষ থেকে বাতিল করা হয়েছে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টটি বাতিল হবার পেছনে মূল কারন হিসেবে দেখেয়া গিয়েছে অর্থনৈতিক সমস্যাকে। সদ্য সমাপ্ত কাডার গ্লোবাল টি-২০ টুর্নামেন্টের আয়োজক বোম্বে স্পোর্টস লিমিটেড এবং উডস এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে জানানো হয় গ্লোবাল টি-২০ লিগে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ নিয়ে বহু হ্যাপা সামাল দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ক্রিকেটাররাও মাঠে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এমনকি ক্রিকেটারদের পুরস্কারের জন্য যে পরিমানে অর্থ বরাদ্দ দেয়া ছিল সেটাও মেটাতে অক্ষম হয়েছে আয়োজকরা। তাই ইউরো টি-২০ স্ল্যামে আর সেই ঝুঁকি নিতে চাননি আয়োজক কমিটি ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই টুর্নামেন্ট বাতিল করেছে তারা।

এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত আয়োজন করা গেলে হয়তো ক্রিকেটে যুক্ত হতে পারত আরও একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »