নিউজ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিছুটা আঙুুলের চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এর আগে দীর্ঘদিন ধরে থাকা পুরোনো কাঁধের চোট ত আছেই। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর। জানা গেছে, ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের পরবর্তী দুই ম্যাচেও মুশফিকের খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।
কাঁধের চোটের সঙ্গে এবার যোগ হয়েছে আঙ্গুলের চোটও। শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের ছোড়া বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় লেগে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে চলে যায়। সে সময় তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়। তারপরও পুরো ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন এই উইকেটরক্ষক। এমনকি ব্যাটিংয়েও নেমেছিলেন। তবে দলকে বড় স্কোর উপহার দিতে পারেননি তিনি।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রিয়াদ ছাড়া ছিলেন না কোন সিনিয়র ক্রিকেটার।