শোয়েব আক্তার »
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর কে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। দলে নতুন ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আহসান আলী, অলরাউন্ডার আমাদ বাট ও পেসার হ্যারিস রউফ।
বাবর আযমের নেতৃত্বাধীন দলে এই তিন নতুন ক্রিকেটার ছাড়াও দলে ফিরেছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক । এছাড়াও তরুণ পেসার মুসা খাঁন, ইফতেখার আহমেদ ও গেল অস্ট্রেলিয়া সিরিজে ইঞ্জুরির কারণে থাকতে না পারা উদীয়মান পেসার শাহীন শাহ আফ্রিদ্রি ও দলে আছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারা দল থেকে বাদ পড়েছেন সাত খেলোয়াড়! দলে জায়গা হয়নি দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হকের। তাদের সঙ্গে বাদ পড়েছেন আসিফ আলী, হারিছ সোহেল ও ওয়াহাব রিয়াজ। এছাড়া বিপিএলে দূর্দান্ত পারফর্ম করেও দলে ফিরতে পারেন নি মোহাম্মদ আমির।
বহুল আলোচিত এই সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-২০ আগামী ২৪ ও ২৫ জানুয়ারী লাহোরে এবং একই মাঠে আগামী ২৭ জানুয়ারি তৃতীয় ও শেষ টি-২০ তে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।