নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে বইছে নানান ইস্যু। একের পর এক ইস্যু সবার সামনে আসছে। এখন নিউজফিড জুড়ে সাকিব ইস্যু, ‘ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে ১৮ মাসের জন্য’। তবে সাকিবের পাশে থাকার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘মোহাম্মদ শাহরিয়ার আলম’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-
‘আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশী গণমাধ্যমে কাজ করেন এরকম সকল বাংলাদেশী সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন’। তাছাড়া তিনি সংবাদমাধ্যমকে ইঙ্গিত করে বলেন, আপনারা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর প্রকাশ করবেন না’।
বাংলাদেশ ক্রিকেটে এক নক্ষত্র সাকিব আল হাসান। সবার চোখে বিশ্বসেরা অলরাউন্ডারের একজন সাকিব। প্রতিটি দেশ একজন সাকিবকে চায়। আর আমরা এখন সেই সাকিবকে হারাতে যাচ্ছি। আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।’