বাংলাদেশের বোলিং আমাদের বোলারদের জন্য শিক্ষনীয়: ল্যাথাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের বোলিং নিউজিল্যান্ডের পেসারদের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে আসন্ন ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক বোলাররা উইকেটের সুবিধা আদায় করে নিতে পারবেন বলেও মনে করেন তিনি।

প্রথম টেস্ট জিতে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচের আগে তাই বেশ সমীহ করছে বাংলাদেশকে।

ল্যাথাম বলেন,”আমরা জানি তারা আত্মবিশ্বাসী হয়ে এখানে খেলতে আসবে। তবে এখানকার উইকেট মাউন্ট মঙ্গানুই থেকে সম্পূর্ণ আলাদা। আমরা শেষ কয়েক বছর ধরে এখানে দারুণ ক্রিকেট খেলে আসছি। আর আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমরা প্রস্তুত দারুণ একটা পারফরম্যান্স দিতে।’’

সেই দারুণ পারফরম্যান্সের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে পেসারদের। ল্যাথাম অবশ্য বেশ আশাবাদী। তিনি জানান,’‘আমরা এর আগে এখানে এক্সট্রা বাউন্স এবং পেস দেখেছি। আমাদের পেসাররা যদি সঠিক জায়গা এবং লাইন ঠিক রেখে বল করতে পারে তাহলে আমি মনে করি আমাদের ভালো একটা সুযোগ থাকবে ম্যাচে।’’

প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। ল্যাথাম এমনও বললেন, মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের বোলিং নিউজিল্যান্ডের বোলারদের জন্য শিক্ষণীয় হতে পারে।

তার ভাষায়,’‘বাংলাদেশ পারফেক্ট টেস্ট খেলছে। বোলিংয়ের দিক দিয়ে তারা দুই পাশ দিয়েই দারুণ বল করে ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেছে। তারা আমাদের জুটি গড়তে দেয়নি। এটা আমাদের বোলারদের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার।’’

বাংলাদেশের ব্যাটিংয়েরও প্রশংসা ঝরেছে ল্যাথামের কণ্ঠে। তিনি বলেন,”তারা উইকেটের সঙ্গে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে এবং বড় জুটিও গড়েছে, যেটা আমরা করতে পারিনি। আর এমন উইকেটে প্রথম ইনিংসের স্কোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটা বাংলাদেশ করতে পেরেছে কিন্তু আমরা পারিনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »