বাংলাদেশের বিপক্ষে বড় জয় ইংলিশদের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩৮৭ রানের লক্ষ্য টপকানো হল না বাংলাদেশের। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের হার ১০৬ রানের বড় ব্যবধানে।

ইংল্যান্ডের দেয়া পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌম্য সরকার দুর্দান্ত খেললেও গত ম্যাচের মত এই ম্যাচেও ছিলেন ব্যর্থ। অন্যদিকে গত দুই ম্যাচের মত ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম ইকবাল। মাঝখানে সাকিব আর মুশফিক গড়েন ১০৬ রানের জুটি। ব্যক্তিগত ৪৪ রানে মুশফিক বিদায় নিলেও বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হসান। ১১৯ বলে ১২১ রানের সাকিব ফিরে গেলে বাকি ব্যাটসম্যানরা কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ইনিংসের ৭ বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ২৭০ রানে। ফলে বরণ করে নিতে হয় ১০৬ রানের বড় হার।

বল হাতে ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ৩টি, জোফরা আর্চার ৩টি, মার্ক উড ২টি এবং প্লাঙ্কেট নেন ১টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ব্যাট হাতে উড়ন্ত সূচনা এনে দেন জনি বেয়ারস্টো এবং জেসন রয়। দুজন মিলে ১২৮ রানের বিশাল পুঁজি। ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ৫০ বলে ৫১ রান করে মাশরাফির বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জনি বেয়ারস্টো। অপরপ্রান্তে থাকা জেসন এবার জো রুটের সাথে মিলে গড়েন ৭৭ রানের জুটি। রুট সুবিধা করতে না পারলেও টাইগার বোলারদের তুলোধুনো করতে থাকেন ওপেনার রয়। ১২১ বলে ৫টি ছক্কা ও ১৪টি চারের সাহায্যে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রয়। মিরাজের ওভারের তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফিরেন রয়। এদিকে মিডল অর্ডারে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান খেলেন ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। শেষের দিকে ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেটের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রানের পাহাড়সম পুঁজি পায় ইংল্যান্ড।

উল্লেখ্য, নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটিই হচ্ছে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের সংগ্রহ। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ইংলিশদের সর্বোচ্চ রানের সংগ্রহ ছিল ভারতের বিপক্ষে ৩৩৮ রানের।

বল হাতে বাংলাদেশের হয়ে সবাই ছিলেন খরুচে। ৬৭ রানের বিনিময়ে মিরাজ ২টি, ৭৮ রানের বিনিময়ে সাইফউদ্দিন ২টি, ৬৮ রান খরচায় মাশরাফি ১টি, ৭৫ রানের বিনিময়ে মুস্তাফিজ নেন ১টি উইকেট। অন্যদিকে ১০ ওভারে ৭১ রান বিলালেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব।

ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের জেসন রয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »