https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচ নিয়ে রোমাঞ্চিত রশিদ খান।
সাদা পোশাকের ক্রিকেটে সবে মাত্র পা দিয়েছে আফগানিস্তান। দ্রুত ক্রিকেটে উন্নতি করা দলটি সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আফগানরা। টি-২০ বা ওয়ানডে ক্রিকেট থেকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এই ক্রিকেটে সদস্য পদ পাওয়ার পর এগিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটাও বেশ ভালো করেই নিয়েছে তারা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই টেস্টে অদিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রশিদ খানের। তাই এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। রশিদের ভাষ্য, ‘নতুন অধিনায়কের দায়িত্ব ও দল নিয়ে আমি রোমাঞ্চিত। ইতিবাচক থেকে ম্যাচটি উপভোগ করার চেষ্টা করব আমরা। টেস্ট ক্রিকেট ভিন্ন ফরম্যাটে থাকায় মানসিকতায়ও ভিন্ন ভাব আনতে হবে। অনেক সময়ও থাকে, চাপও থাকে। ওয়ানডে ও টি-২০ ফরম্যাট থেকে টেস্টে মনোযোগ দিতে হবে। আমরা প্রস্তুতি নিয়েছি।’
নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সব ধরণের মানসিক প্রস্তুতি আমাদের আছে। চার নি কিংবা পাঁচ দিনের ক্রিকেট কীভাবে খেলতে হবে সেই প্রস্তুতি আমাদের আছে। এখানে আসার আগে দুবাইয়ে ভালো প্রস্তুই ক্যাম্প করেছি। আমাদের সবতুকু ঢেলে দিয়ে ভালো করার চেষ্টা করব।’