বাংলাদেশের ফিল্ডিং দুশ্চিন্তা ও সমাধান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ দলের ফিল্ডিং সমস্যা। একটি দলকে সাফল্য পেতে হলে ম্যাচে তিণ বিভাগ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে। কারণ তিনি বিভাগে ভালো করা ছাড়া একটি ম্যাচ জেতা কষ্টকর। বাংলাদেশ দলে ব্যাটিং ও বোলিং যাই হোক কিন্তু ফিল্ডিংটা যেন অনেকদিন ধরেই ভোগাচ্ছে। ফিল্ডিং খারাপ হলে অনেক সময় ম্যাচ হাত থেকে বের হয়ে যায়।

ফিল্ডিংয়ে ক্যাচ মিস, মিস ফিল্ড হওয়া, এমনকি সহজ রান আউট মিস করা এটা যেন বাংলাদেশ দলের নিত্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে অনেক ম্যাচ হাত থেকে সহজে বেরিয়ে যাচ্ছে। বিশ্বকাপে ক্যাচ মিস, মিস ফিল্ডিং এটি নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিলো। তবে এ ব্যাপারে বিসিবি সভাপতি ফিল্ডিং কোচ ও প্লেয়ারদের জবাবদিহি করতে বলেছে।

ফিল্ডিং দুশ্চিন্তার সমাধান কি শুধুই জবাবদিহিতায় মিটে যাবে? কখনোই হবে না এই জবাবদিহিতায়। কারণ গোড়া থেকে যদি সমস্যার সমাধান করা না যায় তবে সমস্যা সমস্যাই থেকে যাবে। যদি লক্ষ্য করে থাকেন তবে দেখবেন যে আমাদের দেশে একটা খেলোয়াড় তৈরি হবার প্রক্রিয়ায় রয়েছে ভুল। একজন খেলোয়াড় যখন তার খেলোয়াড়ী জীবন শুরু করে তখন থেকে সে ব্যাটিং কিংবা বোলিং নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর একটা খেলোয়াড়ের কাছে ব্যাটিংয়ে রান করা ও বোলিংয়ে উইকেট পাওয়া বেশি প্রাধান্য পায়। আর ফিল্ডিংকে তেমন গুরুত্ব দিয়ে করে না। আপনারা বড় দলগুলোর দিকে লক্ষ্য করে দেখেন তবে দেখবেন যে তাদের ফিল্ডিং কোয়ালিটি কতটা হাই। আর আমাদের বাংলাদেশ দল ঠিক এই ফিল্ডিংয়ে পিছিয়ে রয়েছে বেশ। আর তাই খেলোয়াড় তৈরি থেকে এই ফিল্ডিং এর দিকে নজর দিতে হবে। তবে ভালো ফিল্ডার পাওয়া যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »