নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াতে চান সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক পরিকল্পনা তিনি প্রকাশ করে থাকেন, তাছাড়া তার পূর্বে ও জাগমোহন ডালমিয়া ছিলেন বাংলাদেশের বন্ধু। ভারত ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান জাগমোহন ডালমিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নানা ভাবে সহযোগিতা করেন। তিনি ভারত ক্রিকেট বোর্ডের প্রধান থেকে সরে দাড়ালে কেউ আর বন্ধুত্বের হাত বাড়ায় নি। তবে এখন ভারত ক্রিকেট বোর্ডের প্রধান গাঙ্গুলি।
দিন কয়েক আগে ভারত ক্রিকেট বোর্ডের প্রধান হন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ ক্রিকেটের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় ও বাঙ্গালী হওয়াতে বাংলাদেশ ক্রিকেটের জন্য সুবিধা হবে বলে জানিয়েছিলেন বিসিবির এক পরিচালক।এখন সে ইস্যুতে মুখ খুলেন ভারত ক্রিকেট বোর্ডের প্রধান গাঙ্গুলি। বাংলাদেশের শীর্ষ দৈনিক ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশে পাশে থাকার আশ্বাস।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘১০০ বার বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করব’। তাছাড়া তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে বলেন বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। তিনি আশ্বাস দেন দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। তাছাড়া কিছুদিন পরে (নভেম্বরে) আমাদের এখানে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আছে, সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে কলকাতার টেস্ট দেখান আমন্ত্রণ জানা। কেননা কলকাতা যে গাঙ্গুলির নিজ শহর। এ টেস্টকে সামনে রেখে অনেক আয়োজন করতে যাচ্ছেন ভারত ক্রিকেটের প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।