নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়ান্টিতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসে হেরে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ভারতীয় দলপতি রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শুরু থেকে থেকে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন তারা দুজন। তবে ভারত শুরুর ওভারেই ভারত শিবিরে আঘাত হানে শফিউল ইসলাম। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিয় বোলিংয়ে পাওয়ার প্লেতে ভারত তুলে ১ উইকেটে ৩৫ রান। লোকেশ রাহুলকে সাথে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও তা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি।
ইনিংসের সপ্তম ওভারে আমিনুল ইসলাম বিপ্লবের লেগ স্পিনে বোকাবনে গিয়ে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লোকেশ রাহুল। রাহুলের বিদায়ের পর বাংলাদেশি বোলারদের উপর ব্যাপকভাবে চড়াও হতে থাকে শ্রেয়াস আয়ার।
ব্যাট হাতে বাউন্ডারির ফোয়ারা ছোটানো শ্রেয়াস আয়ারের লাগাম টেনে ধরেন আমিনুল ইসলাম বিপ্লব। ১ চার ও২ ছয়ের সাহায্যে ১৩ বলে ২২ রান করে নাইমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শ্রেয়াস।
শ্রেয়াস আয়ারের বিদায়ের পর ভারতকে চেপে ধরে বাংলাদেশি বোলাররা। তবে এক প্রান্তে দলকে আগলে রেখেছিলেন শিখর ধাওয়ান।
তবে ৪১ বলে ৪০ রান করে রানআউটে কাটা পড়েন শিখর ধাওয়ান । ১৫.৪ চার বলে আফিফের বলে চার মেরে দলীয় ১০০ রান পূরণ করে ভারত। নিজের তৃতীয় ওভারে নিজের বলে নিজে ক্যাচ ধরে ভারত শিবিরে আঘাত হানে আফিফ হাসান। ৪ বলে ১ রান করে আফিফের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষিক্ত শিভাম ডুবি।
শেষের দিকে রিশাব পান্টের ২৭, পান্ডেরয়ার ১৫ ও ওয়াশিংটন সুন্দরের ১৪ রানের পরিপেক্ষিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত।
স্কোরকার্ড : ভারত ১৪৮/৬ (ওভার ২০), শিখর ধাওয়ান ৪১, রিশাব পান্ট ২৭, বিপ্লব ২/২২, শফিউল ২/৩৬,আফিফ ১/১১