নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিন বদলেছে ক্রিকেট হয়ে উঠছে আধুনিক থেকে আরো অত্যাধুনিক। ক্রিকেটে নতুন নতুন নিয়ম ও নতুন নতুন সংযোজন ক্রিকেটকে আরো মজাদার করে তুলতে চাইছে আইসিসি। যেমন টি-টোয়েন্টি ক্রিকেট আসায় ক্রিকেট অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তেমনি টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করতে চাইছে আইসিসি।
টি-টোয়েন্টি ক্রিকেটের এ যুগে টেস্ট ক্রিকেটকে অনেকে মনোযোগী নয়। অনেকে স্বল্প ওভারের খেলাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে টেষ্ট ক্রিকেটের আগ্রহ কমছে। কিন্তু টেস্ট ক্রিকেট এক ঐতিহ্যবাহী খেলা ক্রিকেটের। তাই খোদ আইসিসির চায় যেন টেষ্টের জনপ্রিয়তা বাড়ানো যায়।
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য টেস্ট ক্রিকেটে কিছু নতুন সংযোজন করে। যার মধ্যে ছিলো: দিবা রাত্রি টেস্ট ম্যাচ, দিবা রাত্রির টেস্ট ম্যাচে পিংক বলের ব্যবহার এবং সর্বশেষ সংযোজন টেস্টে জার্সির পিছনে নাম ও নম্বর সংযোজন। এতদিন সীমিত ওভারের ক্রিকেটে জার্সিতে নাম ও নম্বর সংযুক্ত থাকলেও টেস্ট ক্রিকেটে এটি কখনোই ছিলো না। অনেক ক্রিকেট বোদ্ধারা এই টেস্ট জার্সিতে নাম ও নম্বরের ব্যবহারের দাবি করতে থাকে আর তার ওপর ভিত্তি করে আইসিসি এটি সংযুক্ত করে।
ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয়ে সব দল গায়ে জড়াচ্ছে নাম ও নম্বর সম্বলিত সাদা জার্সি। এবার বাংলাদেশের টেস্ট জার্সি নাম ও নম্বরসসহ উন্মোচিত হলো।
যদিও অন্যান্য দল টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই জার্সি ব্যবহার শুরু করলেও বাংলাদেশ এর আগেই ব্যবহার করতে যাচ্ছে। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে নভেম্বরে ভারতের সাথে। ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ এই নাম ও নম্বর সম্বলিত টেস্ট জার্সি ব্যবহার করতে যাচ্ছে।