https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের হেড কোচ হবার জন্য আবেদনই করেননি মাইক হেসন। নিউজিল্যান্ডের অনলাইন সংবাদ মাধ্যম ‘স্টাফ’র দাবি বাংলাদেশের কোচ হবার জন্য আবেদন করেননি মাইক হেসন।
বিশ্বকাপের পর টাইগারদের হেড কোচ স্টিভ রোডসের বিদায়ের পর কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। শুধু বাংলাদেশই নয় ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও তাদের কোচকে ছাঁটাই করে। বাংলাদেশের কোচ হবার ক্ষেত্রে এগিয়ে আছেন মাইক হেসন, রাসেল ডোমিঙ্গো ও চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তান থেকে বরখাস্ত হবার পর তালিকায় ছিলেন মিকি আর্থারও। তবে শেষ বাজিটা জিতে নেন রাসেল ডোমিঙ্গো।
এদিকে ভারত থেকে প্রত্যাখ্যাত হবার পর বাংলাদেশে আসেননি মাইক হেসন। তবে নিউজিল্যান্ডের ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ দলের কোচ হবার জন্যে আবেদন করেননি হেসন। শুধু তাই নয় পাকিস্তানের কোচ হতেও আনুষ্ঠানিকভাবে নাকি আবেদন করেননি তিনি। হাই প্রোফাইল এই কোচকে অবশ্য পেতে কিছুটা মরিয়াই ছিল বাংলাদেশ দল।