নিউজ ডেস্ক »
জানুয়ারিতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে এই সিরিজে দেখা না যেতে পারে জেসন হোল্ডার, শাই হোপ ও রস্টন চেজের মত ক্রিকেটারদের।
ক্যারিবিয়ান সংবাদ মাধ্যমের ঠিক এমনটাই দাবি। তাদের তথ্যমতে মূলত করোনাভাইরাসের কারণে তারা এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেবের৷ এর সাথে এটাও জানান আরও কিছু ক্রিকেটার বাংলাদেশ সফরে না আসতে পারেন।
বাংলাদেশ সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা আগে থেকেই নাম প্রত্যাহার করতে নিতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য অধিনায়ক জেসন হোল্ডার এখন বিগ ব্যাশেও খেলছে।
ওয়েস্ট ইন্ডিজ দল আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখার পর ১৮ জানুয়ারি সাভারের বিকেএসপিতে এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
নিউজক্রিকেট/আরআর