https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
আগামীকাল (১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন জাতির টি-২০ সিরিজ। স্বাগতিক বাংলাদেসজের সাথে বাকি দুই দল হচ্ছে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। সিরিজটি বাংলাদেশে অনুষ্ঠিত হলেও এগিয়ে আছে জিম্বাবুয়ে এমনটাই জানালেন দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল নেই ফর্মে। সংক্ষিপ্ত কিংবা লঙ্গার ভার্সন যেদিকেই তাকানো হোক না কেন বাংলাদেশের বোলার এবং ব্যাটসম্যানরা যে ভুগছেন খরাতে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যার ফলাফল দেখা গিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।
এদিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ট্রফি উন্মোচন করা হয়েছে আজ। ট্রফি উন্মোচন শেষে জিম্বাবুয়ের অধিনায়ক জানালেন বাংলাদেশ থেকে পিছিয়ে নেই তারাও।
মাসাকাদজার ভাষ্য, ‘দুই দলই শক্তিশালী। আফগানিস্তান অসাধারুন টি-২০ খেলছে। আর বাংলাদেশ খেলবে তাদের নিজ মাটিতে। দুটি দলই শক্তিশালী বলবো আমি। আমাদেরও সাফল্য আছে টি-২০ ফরম্যাটে। বাংলাদেশে এর আগে আমরা ভালো টি-২০ খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কেও আমরা জানি। সুতরাং, আমরা পিছিয়ে থেকে শুরু করছি না।’