বাংলাদেশকে যুব বিশ্বকাপের ফাইনালে দেখছেন “উইলকিন্স”

মারুফ ইসলাম ইফতি »

চলতি যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল পোঁছে গেছে বাংলাদেশের যুবারা।সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, এমন ভবিষৎবাণী করেছেন সাবেক ইংলিশ কাউন্টি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স

কোয়ার্টার ফাইনালে টাইগার যুবাদের আধিপত্য দেখে এমন ভবিষ্যৎবানী করেছেন এই ইংলিশ ধারাভাষ্যকার।কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাঠে নিজেদের সমর্থক ভরা গ্যালারীতে যেভাবে নাকানিচোবানি খাইয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ তাই সেমিফাইনালে  উইলকিন্স এর বাজীর ঘোড়া বাংলাদেশ।

গতকাল দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলার এক পর্যায়ে উইলকিন্স বলেন: বাংলাদেশের এই দলটার কম্বিনেশন অসাধারণ।আমি দেখতে পাচ্ছি সেমিফাইনালে বাংলাদেশর বিপক্ষে নিউজিল্যান্ড পাত্তাই পাবে না,যেমনটা আজ দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে হয়েছে।দলটা অসাধারণ প্রতিভার সমন্বয়ে দল গঠন করেছে,এদের সব পরিস্থিতিতে মোকাবেলা করার সামর্থ্য রয়েছে।আমি এদের ফাইনালে দেখতে পাচ্ছি।

তরুন স্পিনার রকিবুল হাসানকে প্রশংসায় ভাসিয়ে তিনি আরো যোগ করেন: তার বোলিং অসাধারণ। দারুন নিয়ন্ত্রন তার বোলিংয়ে।নিউজিল্যান্ড ম্যাচেও সে দলের অন্যতম ট্রামকার্ড হিসেবে থাকবে আর কিউইউদের জন্য বিরাট হুমকি হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »